“পরীক্ষার ভয়” আমাদের কম বেশি সবার হয়ে থাকে। শেষ মুহুর্তের পরীক্ষার প্রস্তুতি ও নানান চিন্তার কারণে আমাদের মধ্যে অনেক সময়ে পরীক্ষা নিয়ে ভীতি এবং এংজাইটি কাজ করে। এছাড়াও, পরীক্ষার আগে, পরীক্ষাকালীন ও পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা-ভীতিসহ বিভিন্ন মানসিক চাপ দেখা যায়। এই চিন্তাকে মাথায় রেখে মনের বন্ধু নিয়ে এসেছে পরীক্ষার মানসিক চাপ মোকাবেলা বিষয়ক বিশেষ শর্ট কোর্স। শর্ট কোর্সটি করে আপনি জানতে পারবেন কিভাবে পরীক্ষা ভীতি ও এংজাইটি কী, কেন হয় ও তা মোকাবেলা করার উপায়।