সাধারণভাবে আমরা ওসিডি কে শুচিবাই বলি। ওসিডি হচ্ছে এমন এক ধরণের মানসিক সমস্যা, যেখানে কোনো নির্দিষ্টি বিষয়ে উদ্বেগ বা দুশ্চিন্তা মানুষকে বারবার আক্রান্ত করে। একে বলা হয় এক ধরনের ‘অবসেশন’, অর্থাৎ কোনো একটি দুশ্চিন্তা বারবার ফিরে আসা। এসব ক্ষেত্রে মানুষ দুশ্চিন্তা কমানোর জন্য কোনো কাজ বা আচরণ বারবার করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা অনুভব করেন। একে বলা হয় কম্পালশন। উদাহরণ হিসেবে বলা যায়: ধরা যাক কেউ একজন বাড়ি থেকে বের হলেই বারবার ভাবতে থাকেন, ‘তালা দিয়ে এলাম কি না,’ ‘বাসার সবকিছু চুরি হয়ে গেল কি না’—এটা এক ধরনের ‘অবসেশন’। এখন মানুষটি যদি বারবার বাড়ি ফিরে গিয়ে দেখতে থাকেন যে তালা ঠিকমতো লাগানো হয়েছে কি না, বাসার সব ঠিক আছে কি না, সেটা হলো ‘কম্পালশন’। এ ধরনের আরও অনেক উদাহরণ আছে। যেমন ময়লা লাগার ভয়ে বারবার হাত ধোয়া।