ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মনেরবন্ধু যৌথভাবে বাংলাদেশের দূরবর্তী ও সুবিধাবঞ্চিত গ্রামীণ অঞ্চলের ১০টি বিদ্যালয়ের মোট ৫,০০০ শিক্ষার্থীর জন্য একটি সমন্বিত মানসিক স্বাস্থ্য ও জীবনদক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে।
সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন মনেরবন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাওহিদা শিরোপার কাছে কর্মসূচির জন্য একটি চেক হস্তান্তর করেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো কিশোর-কিশোরীদের মানসিক চাপ, বিদ্যালয় থেকে ঝড়েপড়া, বাল্যবিবাহ, এবিউজ এবং ভবিষ্যৎ সুযোগের সীমাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। স্কুলভিত্তিক সমন্বিত এই কর্মসূচি শিক্ষার্থীদের আবেগনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং সম্মানজনক জীবিকার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় জীবনদক্ষতা অর্জনে সহায়ক হবে।
কর্মসূচীর অধীনে পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সহায়তা, শিশু রক্ষায় সচেতনতা, জীবনদক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণের সমন্বয় সাধন করা হবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, বিদ্যালয়ে টিকে থাকার প্রবনতা, ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে এই কর্মসূচী সহায়ক ভুমিকা পালন করবে।
ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, “যুবসমাজের মানসিক সুস্থতা নিশ্চিতকরণ ও জীবনদক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। সুবিধাবঞ্চিত এলাকার কিশোর-কিশোরীদের বিশেষ ও গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা প্রদান ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের সুযোগ সৃষ্টি এবং তাদেরকে আরো সহনশীল করে গড়ে তোলা আমাদের লক্ষ্য।”
মনেরবন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাওহিদা শিরোপা বলেন, “বিদ্যালয়গামী কিশোর-কিশোরীদের জন্য শিক্ষাগ্রহণের সক্ষমতা এবং আত্যবিশ্বাসের সঙ্গে বেড়ে ওঠার সঙ্গে মানসিক স্বাস্থ্য গভীরভাবে সম্পর্কিত। তবে প্রান্তিক সম্প্রদায়গুলোতে তাদের মানসিক উদ্বেগ অধিকাংশ সময় উপেক্ষিত হতে দেখা যায়। সহজপ্রাপ্য কাউন্সেলিং ও মনোসামাজিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের আবেগিক সহনশীলতা বৃদ্ধি, আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং শিক্ষার সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক হবে। একইসঙ্গে তাদেরকে একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।”
Source : The Karatoa (Online), The Jatio Orthonitee (Online)
মনের বন্ধুতে কাউন্সেলিং নিতে যোগাযোগ করুন: ০১৭৭৬৬৩২৩৪৪।
📍: ৮ম ও ৯ম তলা, ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা
Moner Bondhu has been selected to receive an investment from the prestigious UNICEF Venture Fund. The announcement was made on November 28th through UNICEF’s official website. This investment aims to
On October 10th , 2024, Samsung R&D Institute Bangladesh (SRBD) organized an awareness session for employees titled ‘Mental Health at Work’ as part of World Mental Health Day.
On 4th February 2025, Moner Bondhu organized an event to confer graduation certificates to the 40 student ambassadors and certificates of appreciation to the winners of the reel competition.
Moner Bondhu had the pleasure of conducting a transformative workshop at LightCastle Partners on fostering empathy, building trust and inclusive communication in the workplace.