Student packages and discounts ongoing!

কে কী বলবে, এই ভেবে নিজেকে গুটিয়ে রাখছি না তো?

জাফিয়া তাসনিম

SELF DOUBT ANXIETY SELFLOVE
কথায় আছে “পাছে লোকে কিছু বলে” অর্থাৎ আমাদের চারপাশের মানুষ আমাদের নিয়ে কী বলবে, কী ভাববে এসব চিন্তায় আমরা দিনভর মগ্ন থাকি। ‘পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতেই হবে না হলে মানুষ আমাকে অবজ্ঞা করবে’, ‘এই কাজটি কি করব? সফল না হতে পারলে মানুষকে কীভাবে চেহারা দেখাব?’ অনেকেই অন্যরা কী বলবে ভেবে পিছপা হয়ে যান অনেক কাজ করা থেকে, দিন শেষে মানসিকভাবে তারাই ক্ষতিগ্রস্ত হন।
 
 
 
 
ছবিঃ নিজেকে গুটিয়ে রাখা                                                                       সোর্সঃ ফ্রিপিক
 
 


আমরা নিজেকে কেন গুটিয়ে রাখি?

ছোট থেকেই আমরা একটি ধারণা নিজের মধ্যে লালন করে বড় হই, সব সময় এমন ভাবে থাকতে হবে যেন সবাই আমাকে পছন্দ করে। আপনি যত চেষ্টাই করেন না কেন, সবাই আপনাকে পছন্দ করবে না। কোনো না কোনো কারণে কেউ না কেউ আপনাকে অপছন্দ করবেই। আপনি চাইলেই সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন না। মূলত সবাই আমাদের নিয়ে কী ভাববে এই চিন্তায় আমরা হীনমন্যতায় ভুগি, ফলে আমরা অনেক কিছু থেকে নিজেদের সরিয়ে নেই।  

 
এভাবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে আপনি কি ভালো থাকতে পারবেন?
 
অবশ্যই না। গুটিয়ে রাখার ফলে যে কাজটি আপনাকে আনন্দ দেয়, সে কাজও আপনি করতে পারবেন না। ফলাফল মানসিকভাবে ভেঙে পড়বেন, হীনমন্যতায় ভুগবেন এবং হতাশা ও বিষণ্নতায় জড়িয়ে পড়বেন। একপর্যায়ে নিজের ক্ষতি করার চিন্তাও আপনার মাথায় ঘুরপাক খাবে।  
 

কে কী বলবে, আমাদের নিয়ে কী ভাববে এসব চিন্তা থেকে বের হয়ে আসার উপায়ঃ
 
একটি সহজ ও সুন্দর উপায় হচ্ছে নিজেকে ভালোবাসা ও নিজের যত্ন নেওয়া। নিজেকে ভালোবাসলে কে আপনাকে নিয়ে কী বলল বা সমালোচনা করল, এ বিষয়গুলো তখন আর চিন্তায় আসবে না। কেননা আপনি নিজেই জানেন আপনি কী রকম, আপনি জীবনে কী চান এবং আপনার পছন্দ-অপছন্দ কী। তাই নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন। যেসব কাজ করলে আপনি মানসিক শান্তি পান সেগুলো করুন। যেসব মানুষজন আপনার সমালোচনা করে দূরে থাকুন তাঁদের থেকে। পরিবারের মানুষজনদের সঙ্গে সময় কাটান। যারা আপনাকে ভালোবাসে ও সম্মান করে সেসব মানুষদের সঙ্গে মেলামেশা করুন।

এ ছাড়া আপনার মনের কথা শোনার জন্য মনের বন্ধু সব সময় আপনার পাশে রয়েছে। হতাশা, বিষণ্নতা, একাকিত্ব ও উদ্বেগবোধ করলে মনের বন্ধুতে কাউন্সেলিং সেবা নিন। আপনার যে কোনো সমস্যায় পরামর্শ দিতে মনের বন্ধুর বিশেষজ্ঞরা একজন ইতিবাচক বন্ধু হিসেবে সব সময় প্রস্তুত। 
ব্লগটি মনের বন্ধু এক্সপার্ট দ্বারা রিভিউয়ের পরে প্রকাশিত

এই ব্লগের একমাত্র উদ্দেশ্য মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। পাঠকের বোঝার সুবিধার্থে এতে কিছু প্রতীকি ঘটনা ব্যবহার করা হয়েছে।

এই ব্লগ বা এর কোনো অংশ পড়ে কেউ আঘাতপ্রাপ্ত হলে তার জন্য লেখক ও ‘মনের বন্ধু’ দায়ী নয়। মনের ওপর চাপ অনুভব করলে বা মানসিকভাবে ট্রিগার্ড অনুভব করলে দ্রুত মনের বন্ধু বা যেকোনো মানসিক স্বাস্থ্যবিদের সাথে যোগাযোগ করুন।

মনের বন্ধুতে কাউন্সেলিং নিতে যোগাযোগ করুন: ০১৭৭৬৬৩২৩৪৪।

📍: ৮ম ও ৯ম তলা, ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা

You might also like this

BLOG

আপনি কি অ্যাংজাইটিতে ভুগছেন?

দুশ্চিন্তা তো কম-বেশি আমরা সবাই করি! তবে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা বা উদ্বেগ স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেলে তা মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উদ্বেগ যদি দীর্ঘমেয়াদী হয় এবং কারো দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘট

BLOG

পরীক্ষার ভয় সৃষ্টি করতে পারে আতঙ্ক আর দুশ্চিন্তা

শিক্ষার্থীদের জীবনে পরীক্ষা অতি পরিচিত শব্দ। সাধারণত স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সব ক্ষেত্রে পরীক্ষা দিয়েই পাশ করতে হয়। কিন্তু এই পরীক্ষাই বেশির ভাগ ক্ষেত্রে হয়ে দাঁড়ায় ভীতির কারণ। দুশ্চিন্তা এবং অত

BLOG

উদ্বেগ কী, কারণ ও প্রতিকার

আমরা যখন কোনো পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করি, ভয় পেয়ে যাই, কী করব বুঝে উঠতে পারি না, সেই অনুভূতিকে উদ্বেগ বলে। এটি খুব সাধারণ একটা আবেগ। তবে অতি মাত্রায় কারও মধ্যে দেখা দিলে উদ্বেগজনিত মানসিক অসুবিধা

BLOG

“ ভাল্লাগে না, মন খারাপ ” এগুলো কি শুধুই অনুভূতি নাকি কোনো মানসিক রোগ?

জানালার পর্দার ফাঁকে আলো আসছে, মুখরিত চারদিকে সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির, সূর্যের আলোতে ঝলমল চারদিক—   এমন একটা দিনেও কারও কারও লাগতে পারে অন্ধকার। এত কিছুর মাঝে জীবনের আনন্দ যেন বিলীন